সুখবর দিলেন আসিফ আকবর
২৪’র গণঅভ্যুত্থানের পর থমকে যায় দেশের প্রতিটি সেক্টর। অফিস-আদালত থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান; সবকিছুই ছিল স্থবির। বিনোদন অঙ্গনও ছিল কর্মশূন্য। গেল আগস্টে হাসিনা সরকার পতন ও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দেশ। শোবিজের তারকারাও ফিরছেন কাজে।
তবে এখনও সিনেমার শিল্পীরা কাজে ফেরেননি। নাটক ও গানের কাজ হচ্ছে তাও স্বল্প পরিসরে। তারই ধারাবাহিকতায় এবার নতুন গানে কণ্ঠ দিলেন আসিফ আকবর। সঙ্গে আছেন দিলশাদ নাহার কনাও। বেশ লম্বা সময় বিরতি পর ফের একসঙ্গে গাইলেন তারা। আর তাদের দ্বৈত গানটি প্রকাশ হবে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে। খবরটি জানিয়েছেন আসিফ নিজেই।
আসিফ আকবর বলেন, ‘বাংলাদেশে যে কোনো ঘটনায় প্রথম আক্রান্ত হয় সাংস্কৃতিক মাধ্যম। সবকিছু চলে- শুধু আমাদের পেশাগত ক্ষেত্র হয়ে যায় নিশ্চল। তবুও থেমে থাকি না, অপেক্ষা করি ভালো সময়ে কখন কাজ করতে পারব! শিল্প সংস্কৃতির মানুষ এদেশে অনেকটা কলাগাছের ভেলার মতো, রাষ্ট্রীয় বা সামাজিক নিরাপত্তার কোনো ব্যবস্থাই নেই।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবের আগে ও পরে তিন মাস কেটে গেল। এখনো প্রাণ ফেরেনি আমাদের পেশাগত ক্ষেত্রে। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ব্যানারে গাইলাম একটি ডুয়েট গান। স্নেহের দিলশাদ নাহার কনার সঙ্গে অনেক দিন পর গাইলাম। গীতিকবি আহমেদ রিজভী ভাইয়ের কথায় গানটি সুর করেছেন শ্রদ্ধেয় মনোয়ার হোসাইন টুটুল ভাই। সংগীত আয়োজন করেছেন তরুণ ট্যালেন্টেড কম্পোজার সজীব দাস।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সবশেষে আসিফ বলেন, ‘ভীষণরকম ভালোবাসি, টাইটেলে গানটি মেলডি ঘরানার। টুটুল ভাই, রিজভী ভাইয়ের প্রথম রসায়ন; সেই সঙ্গে প্রিয় কনা এবং সজীবের সংযুক্তি পিওর রোমান্টিক গানটিকে প্রাণ দিয়েছে। গানটি আমারও ভালো লেগেছে অনেক। টিকে থাকুক আমাদের ইন্ডাস্ট্রি, জুলাই বিপ্লবের আলোয় আলোকিত হোক সংগীতাঙ্গন। ভালোবাসা অবিরাম।’