চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন

নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫
শেয়ার :
চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন

কর্ণফুলী নদীতে তেলবাহী জাহাজে আগুন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ডলফিন জেটি এলাকায় ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌ, বিমান, সেনাবাহিনী ও কোস্টগার্ডসহ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। 

‘বাংলার জ্যোতি’ জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের একটি তেলবাহী জাহাজ। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, আজ সকালে ‘বাংলা জ্যোতি’ নামের একটি তেলবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।