জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য বদিউল আলম আর নেই

অনলাইন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৯
শেয়ার :
জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য বদিউল আলম আর নেই

জাতীয় প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ, নিউজ টুডে’র সাবেক সিটি এডিটর বদিউল আলম আর নেই। আজ রবিবার বার্ধক্যজনিতকারণে রাজধানীর ইস্কাটনের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়—স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।  

আজ রবিবার রাত সাড়ে ৮টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বদিউল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।