১০ গ্রেডের দাবিতে প্রথমিক শিক্ষকদের মানববন্ধন
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন নেত্রকোনা জেলার মোহগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ রবিবার বিকালে মোহনগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানবন্ধন হয়।
এতে উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সহকারী শিক্ষক শামীমা আক্তার মনি, মো. মোজাম্মেল হক, মো. আল আমিন খান ও সহকারী শিক্ষকদের প্রধান সমন্বয়ক শাজাহান আলম খান বিপ্লবসহ আরো অনেকে। সঞ্চালনা করেন আলী মুসা জয়।
বক্তারা বলেন, ‘দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার। যেখানে অন্য সকল ডিপার্টমেন্টে স্নাতক ডিগ্রিধারীদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা দেওয়া হয়, সেখানে মানুষ গড়ার কারিগর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তৃতীয় শ্রেণি তথা ১৩তম গ্রেড প্রদান করা হয়। বিশ্বের উন্নত দেশ সমুহে যেখানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সর্বোচ্চ সম্মান ও সম্মানি প্রদান করা হয় সেখানে আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদেরকে তৃতীয় শ্রেণির কর্মচারি করে রাখা হয়েছে।’
তারা জানান, এটা নিতান্তই লজ্জার ও ঘৃণার। তাই সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য নিরসনকল্পে জীবনমান উন্নয়ন ও কাঙ্ক্ষিত মর্যাদা লাভের জন্য দশম গ্রেডের পক্ষে তারা জোরাল দাবি তুলে ধরেন।
বক্তারা বলেন, ‘তৃতীয় শ্রেণির শিক্ষক দিয়ে কখনো দেশের প্রথম শ্রেণির নাগরিক গড়ে তোলা সম্ভব নয়। তাই শিক্ষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সহকারী শিক্ষকদেরকে দশম গ্রেড প্রদানের জন্য প্রধান উপদেষ্টার সুমর্জি কামনা করেন।’
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।