মুহাম্মদ (সা.)-কে কটূক্তির প্রতিবাদে হিলিতে বিক্ষোভ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৪
শেয়ার :
মুহাম্মদ (সা.)-কে কটূক্তির প্রতিবাদে হিলিতে বিক্ষোভ

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) -কে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কটূক্তি এবং বিজেপি নেতা নিতেশ নারায়ন কটূক্তিকে সমর্থন করায় দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ১০টায় হাকিমপুর হিলি আজিজিয়া মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে হিলি চারমাথায় সমাবেশে বক্তব্য রাখেন হিলি আজিজিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল ওহাব, শিক্ষক মোহাম্মদ হাসান আলীসহ অনেকে।

বিক্ষোভ মিছিলে হাকিমপুর উপজেলার সকল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহ আকবার’; ‘তুমি কে, আমি কে, বিশ্ব নবীর উম্মত’; ‘নবীর দুশমনের গালে, জুতা মারো তালে তালে’; ‘ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান’; ‘আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা’; স্লোগান দিতে থাকেন।