প্রকাশ পেল মোয়ানা ২-এর গান

বিনোদন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১৩
শেয়ার :
প্রকাশ পেল মোয়ানা ২-এর গান

হলিউডের তুমুল জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘মোয়ানা’র সিক্যুয়েল ‘মোয়ানা ২’। এ বছরের ২৭ নভেম্বর ইংলিশ ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে এ সিনেমাটি।

তবে, এর আগে গত ২৯ মে প্রকাশ পায় মুভি ট্রেলার।

আর এবার প্রকাশ্যে এলো সিনেমার নতুন একটি গান। যার শিরোনাম ‘উই আর ব্যাক’।

ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিও ও ডিজনি মিউজিকভেবোর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়।

গানের ভিডিওতে ‘মোয়ানা’ চরিত্রে আউলি ক্রাভালহো ও ‘মাউই’ চরিত্রে ডোয়াইন জনসনকে দেখা যায়।

অ্যাকশনে ভরপুর ট্রেলারে সমুদ্রে আরেকটি অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত হতে দেখা গেছে মোয়ানাকে। অসাধারণ অ্যানিমেশনে পানির দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। মোয়ানাকে হাঙরের সামনেও পড়তে দেখানো হয়েছে এক দারুণ শটে।

এবার এ অ্যানিমেশন মুভির চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনা করেছেন ডেভিড জি ডেরিক জুনিয়র। ‘মোয়ানা ২’তে এবারও মোয়ানা চরিত্রে কণ্ঠ দিয়েছেন আউলি ক্রাভালিও এবং মাউয়ি চরিত্রে কণ্ঠ দিয়েছেন ডোয়াইন জনসন।

এর আগে ডিজনির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, অ্যানিমেটেড ফিল্ম মোয়ানার সিক্যুয়েল ছাড়াও এটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র আকারে রিমেক করা হচ্ছে। সেটি নির্মাণ করবেন থমাস কেইল। এতে ডোয়াইন জনসন অভিনয় করবেন। আর এটি মুক্তি পাবে ২০২৬ সালের ১০ জুলাই।