এ দেশের রাজনীতি কলুষিত ও নোংরা: উপদেষ্টা শারমিন
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, ‘এদেশের রাজনীতি কলুষিত ও নোংরা। এখান থেকে আমাদের শিশুরা বের হতে চায়। তাদের বের করার দায়িত্ব আমাদের।’
আজ রবিবার দুপুরে শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, ‘৫ আগস্টের আগে শিশুদের যে অবমূল্যায়ন হয়েছে, আমরা সে সময়ে আর কখনও ফিরে যাব না।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘১৯৭১ সালের পরও আমরা অনেক কিছু করতে পারিনি। তার পুনরাবৃত্তি হোক সেটা চাই না। স্বাধীনতার ৫৩ বছর পরও আমাদের নারী ও শিশুরা নিরাপদ নয়।’
তিনি আরও বলেন, ‘চব্বিশের আন্দোলনে মেয়েরা অংশ নিয়েছিল। একাত্তরের পর আমরা নারী মুক্তিযোদ্ধাদের পুনর্বাসিত করতে পারিনি। এবার করব।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?