পরিত্যাক্ত ঘরে পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ
টাঙ্গাইলের কালিহাতীতে ইয়াছিন (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার বল্লা পোষ্টঅফিস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আজ শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ইয়াছিন জেলার কালিহাতী উপজেলার বল্লা সিংগাইর এলাকার দিন ইলাহির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ইয়াছিনসহ প্রায় ১০-১২ জন যুবক বল্লা পোষ্টঅফিস পাড়া এলাকার পরিত্যাক্ত একটি ঘরে প্রায়ই মাদক সেবন করতো। শুক্রবার রাতেও তাদের উপস্থিতি দেখতে পান স্থানীয়রা। আজ সকালে স্থানীয় বিশু মিয়ার স্ত্রী ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া বলেন, নিহতের হাত-পা ভাঙা, শরীরে ধারালো অস্ত্রের জখম রয়েছে। থানা পুলিশ ও সিআইডির দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ওই যুবকসহ বেশ কয়েকজন ওই স্থানটিতে প্রায়ই মাদক সেবন করতো। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। ধারণা করছি, মাদক সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যা হয়ে থাকতে পারে।