বেক্সিমকো বয়কট করুন, সালমান এফ রহমান প্রসিদ্ধ ডাকাত: জামায়াত নেতা

অনলাইন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৭
শেয়ার :
বেক্সিমকো বয়কট করুন, সালমান এফ রহমান প্রসিদ্ধ ডাকাত: জামায়াত নেতা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো প্রতিষ্ঠানকে বয়কটের ডাক দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

গতকাল শুক্রবার কুমিল্লার একটি রেস্তোরাঁয় ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) আয়োজনে ইন্টার্ন চিকিৎসকদের রিসেপশন প্রোগ্রামে জামায়াত নেতা এ কথা বলেন।

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘সালমান এফ রহমান নাম শুনেছেন? তার কোম্পানি হচ্ছে বেক্সিমকো, জানেন? সেটা বয়কট করুন। পারবেন? সালমান এফ রহমান একজন প্রসিদ্ধ ডাকাত। এমনিতে তাকে দরবেশ বলে। কারণ তিনি দাড়ি রেখে ডাকাতি করেন। তাকে কিন্তু আগেই ধরা হয়েছিল। কিন্তু পরে তার দাড়ি কামিয়ে লুঙ্গি পরিয়ে মানুষের সামনে উপস্থাপন করা হয়েছিল। এমন জীবন কে চান?’

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘বাংলাদেশের একমাত্র সমস্যা হচ্ছে দুর্নীতি। যারা এই দেশ শাসন করেছে ৫৫ বছর, তারা কেউই দুর্নীতি থেকে দেশকে রক্ষা করতে পারেনি। দুর্নীতি যদি বন্ধ হয়ে যায়, আমাদের জিডিপি দ্বিগুণ হয়ে যাবে। একটা দুর্নীতিমুক্ত, জ্ঞানসম্পন্ন, নৈতিকতা সম্পন্ন ও মানবিক সমাজ আমাদের দরকার। এখন এটি অর্জনের সময় এসেছে। এটি ইতিহাসের একটি পরিবর্তন হতে পারে। আমরা এমন একটি জায়গায় পৌঁছেছি, যা আমাদের জন্য একটা সুযোগ তৈরি করেছে। যদি এই সুযোগ আমরা কাজে লাগাতে না পারি তাহলে তো আগের মতোই হবে- যেই লাউ সেই কদু।’

অনুষ্ঠানের অংশ নেওয়া কুমিল্লার বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ক্যারিয়ার গাইডলাইনবিষয়ক আলোচনা করেন সেন্ট্রাল মেডিকেল কলেজ মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. মাহবুবুল ইসলাম মজুমদার।