আশুলিয়ায় আজও বন্ধ ২২ পোশাক কারখানা
ঢাকার সাভারের আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বন্ধ থাকা পোশাক কারখানা খুলে দেওয়া, শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার ও নূন্যতম মজুরি বৃদ্ধি করে ২২ হাজার টাকা করার দাবিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এর পরিপ্রেক্ষিতে আজ শনিবার আশুলিয়ায় অন্তত ২২টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।
আজ সকালে শ্রমিকরা আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জিরাবো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকরা আশেপাশের বিভিন্ন কারখানার সামনে গিয়ে শ্রমিকদের ডাকাডাকি করেন ও কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় বিভিন্ন কারখানা থেকে শ্রমিকরা বেরিয়ে এলে ওই অঞ্চলের অন্তত ৮ থেকে ১০টি কারখানা কর্তৃপক্ষ তাদের কারখানা ছুটি ঘোষণা করেন।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম সংবাদমাধ্যমকে বলেন, ‘সকাল থেকে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানা খোলা রয়েছে এবং শ্রমিকরাও শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। পরে লুসাকা গ্রুপের শ্রমিকরা আন্দোলন শুরু করলে আশেপাশের ৮ থেকে ১০টি কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে।’
তিনি বলেন, ‘মন্ডল গ্রুপের শ্রমিকরা নূন্যতম মজুরি ২২ হাজার টাকা করার দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। শ্রম আইনের ১৩/১ ধারায় ১০টি কারখানাসহ মোট ২২টি কারখানা বন্ধ রয়েছে৷ এ ছাড়া কিছু কিছু কারখানায় আধা বেলা কাজ করে ছুটি দেওয়া হয়েছে। এখন সড়ক স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা বাসায় ফিরে গেছে।’