সালথায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ২০
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।
আজ শনিবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ সকালে রফিক মাতব্বর ও আজিজ মোল্লার লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর।
সালথা থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এছাড়া সেনাবাহিনীকেও বিষয়টি জানানো হয়েছে।