রাজবাড়ীতে চরমপন্থী নেতা হত্যাকাণ্ডে ২ জন গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫০
শেয়ার :
রাজবাড়ীতে চরমপন্থী নেতা হত্যাকাণ্ডে ২ জন গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কাটাখালীতে চরমপন্থী নেতা সুশীল সরকার হত্যাকাণ্ডের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বিএনপি বটতলা এলাকা থেকে একজনকে এবং গত মঙ্গলবার বরাট বাজার এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার তাদেরকে রাজবাড়ী আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- উপজেলার উত্তর চর পাঁচুরিয়া গ্রামের বাসিন্দা মো. আশিকুল শেখ ওরফে ভাষাণ শেখ (২৮) ও  উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাঁচরন্দ গ্রামের বাসিন্দা জনি মোল্লা (৩৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বিএনপির বটতলা এলাকা থেকে সন্দেহভাজন আসামি মো. আশিকুল শেখ ওরফে ভাষাণ শেখকে (২৮) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার উত্তর চর পাঁচুরিয়া গ্রামের বাসিন্দা। এর আগে গত মঙ্গলবার বরাট বাজার এলাকা থেকে জনি মোল্লা (৩৪) নামের আরেক জনকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাঁচরন্দ গ্রামের কালাম মোল্লার ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পরদিন অজ্ঞাত ব্যাক্তিদের আসামি করে একটি হত্যা মামলা হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার টার দিকে স্থানীয় কাটাখালী বাজারে চরমপন্থী সর্বহারা পার্টির নেতা সুশীল কুমার সরকারকে (৫৮) কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামের মৃত মনি সরকারের ছেলে। নিহত সুশীল রায়ের বিরুদ্ধে তিনটি অস্ত্র ও দুটি হত্যা মামলা ছিল।