যে কারণে স্থগিত জালের কনসার্ট
ঢাকায় আজ শুক্রবার ‘লিজেন্ডস অব দ্য ডিকেড’ কনসার্টে গাওয়ার কথা ছিল পাকিস্তানের সাড়া জাগানো ব্যান্ড ‘জল’-এর। মঞ্চে আরও থাকার কথা ছিল ঢাকার জনপ্রিয় তিন ব্যান্ড ‘অর্থহীন’, ‘ভাইকিংস’ ও ‘কনক্লুশন’।
রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায় কনসার্টটির সকল আয়োজন সম্পন্ন হয়েছিল। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আয়োজকরা এটি জানিয়েছিলেন।
তবে নতুন করে এক প্রেস বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানিয়েছে, ‘জল’র আজকের ঢাকার কনসার্টটি বাতিল হয়েছে। কনসার্ট বাতিলের কারণ হিসেবে তারা বলেছে, সারাদিন টানা বৃষ্টিপাতের জন্য আজ কনসার্টটি হচ্ছে না।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তাদের ভাষ্য, আমাদের কাছে শিল্পী থেকে শুরু করে দর্শক এবং ভলেন্টিয়ারদের নিরাপত্তা খুব জরুরী। কিন্তু এই আবহাওয়া কিছুতেই একটি ওপেন এয়ার কনসার্টের জন্য উপযুক্ত নয়। তাই আজকের কনসার্টটি স্থগিত করা হয়েছে।
তবে এই কনসার্টটি যে একেবারেই হবে না, তা নয়। আজ সন্ধ্যায় আবারও প্রেস কনফারেন্সের ডাক দিয়েছে আয়োজকরা। সেখানেই জানানো হবে কনসার্টের নতুন তারিখ ও ভেন্যু।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
প্রসঙ্গত, এই কনসার্টের মধ্য দিয়ে এক যুগ পর ঢাকায় গাইতে এসেছে জনপ্রিয় ব্যন্ড ‘জল’।
অন্যদিকে, দীর্ঘদিন ধরে অসুস্থ অর্থহীনের বেজিস্ট ও ভোকালিস্ট সাইদুস সালেহীন খালেদ সুমন। এক বছর পর এই কনসার্ট দিয়ে মঞ্চে ফিরছে অর্থহীন ও ‘বেজবাবা’ সুমন। এ ছাড়া গাইবে নব্বইয়ের আরেক জনপ্রিয় ব্যান্ড ভাইকিংস। এই কনসার্টে এই ব্যান্ডের ২৭ বছর পূর্তীকে উদ্যাপন করার কথা রয়েছে। বর্তমানে ব্যান্ডটির ভোকালিস্ট তন্ময় তানসেন।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’