গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:১০
শেয়ার :
গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক বহিষ্কার

শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার কৃষক দল কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।