‘জনতাই পুলিশ, পুলিশই জনতা’ কথাটি ভুল ছিল: আরএমপি কমিশনার

রাজশাহী ব্যুরো
২৬ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৪
শেয়ার :
‘জনতাই পুলিশ, পুলিশই জনতা’ কথাটি ভুল ছিল: আরএমপি কমিশনার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নতুন কমিশনার আবু সুফিয়ান বলেছেন, ‘৫ আগস্টের আগে যতোই বলা হোক “জনতাই পুলিশ, পুলিশই জনতা” -আসলে এটি ভুল ছিল। পুলিশের সাথে সাধারণ মানুষের একটি দূরত্ব থেকে গিয়েছিল, সেটি ৫ আগস্টের পর বোঝা গেছে। এখন জনগণের সাথে ব্যবধান কমিয়ে তাদের কাছে পৌঁছাতে কাজ করছে পুলিশ।’

আজ বৃহস্পতিবার দুপুরে আরএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আরএমপির পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে পুলিশ কমিশনার বলেন, ‘বাহিনীর সদস্যদের আচরণ, ব্যবহারের পরিবর্তন ঘটিয়ে জনগণের জন্য কাজ করতে হবে।’

এ সময় সম্প্রতি ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলাগুলোতে সুষ্ঠু তদন্ত ও সঠিক আসামি গ্রেপ্তারের জন্য পুলিশের প্রতি নির্দেশনা দেন। এছাড়া সম্প্রতি মব জাস্টিসে নিহত রাজশাহীর সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদের মামলায় সঠিক আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করারও প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি জানান, আসামি যে দলের, কিংবা যে মতেরই হোক না কেনো, কোনো ছাড় দেওয়া হবে না। এর বাইরে রাজশাহী সীমান্ত এলাকার নগরী হওয়ায় মাদকের বিস্তার রোধে পুলিশের করণীয়, নগরীতে যানজট নিরসন ও অপরাধ দমনে সিসি ক্যামেরা পুনঃস্থাপনেরও কথা সাংবাদিকদের জানান তিনি। এ সময় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।