সকালে আওয়ামী লীগ নেতার জামিন, বিকেলে স্থগিত

হবিগঞ্জ প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৩
শেয়ার :
সকালে আওয়ামী লীগ নেতার জামিন, বিকেলে স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে হওয়া মামলায় আওয়ামী লীগ নেতাকে সকালে জামিন দেন হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহেলা পারভীন। এ নিয়ে আদালতে হট্টগোল শুরু হলে বিকেলে জামিন স্থগিত করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শুনানি শেষে চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রজব আলীর জামিন মঞ্জুর করেন। এ নিয়ে হবিগঞ্জ আদালতে হট্টগোল সৃষ্টি হয়। এ সময় বিচারক এজলাস থেকে নেমে যেতে বাধ্য হন। আদালত সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর হামলা হয়। এ ঘটনায় ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে প্রধান করে আওয়ামী লীগ ও অংগ সংগঠনের ৯৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ২ নম্বর আসামি চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রজব আলী গত ১৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হন।

আজ বৃহস্পতিবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহেলা পারভীন জামিন আবেদন শুনানি শেষে রজব আলীর জামিন মঞ্জুর করেন। এ সময় বাদী নাছির উদ্দীনের পক্ষে আইনজীবীগণ ক্ষুব্ধ হয়ে এজলাসে উচ্চ স্বরে জামিন না মঞ্জুরের দাবি জানান। এ নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়। উদ্ভূত পরিস্থিতিতে ম্যাজিষ্ট্রেট রাহেলা পারভীন এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। খবর পেয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদ সংশ্লিষ্ট এজলাস কক্ষে এসে বিক্ষুব্ধ আইনজীবীদের সঙ্গে আলাপ করে পরিস্থিতি শান্ত করেন।

প্রায় ২ ঘণ্টা মুলতবি থাকার পর পুনরায় আদালতে কার্যক্রম শুরু হয়। এদিকে জামিন আদেশের বিরুদ্ধে মামলার বাদীর পক্ষে অ্যাডভোকেট মোজাম্মেল হক হবিগঞ্জ দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করেন ও স্থগিতাদেশ চান। বেলা আড়াইটার দিকে দায়রা জজ মো. হাসানুল ইসলাম রিভিশনটি গ্রহণ করে ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ স্থগিত করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বেঞ্চ সহকারি ফাহিমা খাতুন।

আসামিপক্ষের আইনজীবী মো. সাহিদ মিয়া বলেন, ‘আমার মক্কেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বয়স্ক লোক। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।’