ওয়ানডে থেকে অবসরের সময়ও জানিয়ে দিলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৪
শেয়ার :
ওয়ানডে থেকে অবসরের সময়ও জানিয়ে দিলেন সাকিব

টি-টোয়েন্টিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই। ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন সাকিব আল হাসান। ওয়ানডের ব্যাপারে একেবারে নিশ্চিত করে না বললেও আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলার কথা জানিয়েছেন এই অলরাউন্ডার। 

আগামীকাল ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। কানপুরের গ্রিন পার্কে হতে যাওয়া এই ম্যাচের আগের দিন এই ঘোষণা দেন সাকিব। 

টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়া সাকিব তার প্রিয় ফরম্যাট ওয়ানডেতে খেলতে চান আরও কিছু দিন। ৫০ ওভারের খেলাটি ছাড়তে চান আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফির পর। ওয়ানডে অবসর চ্যাম্পিয়নস ট্রফির পরে কি না এই প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি তা-ই আশা করি। তো আর হয়তো ৯টা ওয়ানডে।’

ওয়ানডেতে সাকিব সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন। এখনো পর্যন্ত এই সংস্করণে ২৪৭ ম্যাচ খেলেছেন দেশসেরা এই ক্রিকেটার। সেখানে ২৩৪ ইনিংসে ব্যাট করে ৭ হাজার ৫৭০ রান করেছেন তিনি। ৯টি সেঞ্চুরি ও ৫৬টি অর্ধশতকে সাকিবের গড় ৩৭.২৯। সর্বোচ্চ ১৩৪ রানের ইনিংস তার। 

ব্যাটিংয়ের চেয়েও সাকিব বেশি সফল বল হাতে। ২৪১ ইনিংসে বল করে তার শিকার ৩১৭ উইকেট। সাকিবের ওয়ানডে বোলিংয়ের সবচেয়ে বড় আকর্ষণ তার ইকোনমি। এই সংস্করণে ওভারপ্রতি মাত্র ৪.৪৬ হারে রান দিয়েছেন তিনি। মাগুরায় জন্ম নেওয়া এই ক্রিকেটারের ইনিংসে সেরা বোলিং ২৯ রানের বিনিময়ে ৫ উইকেট। এছাড়া ১০ বার চার উইকেট ও ৪ বার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। 

ভক্তদের উদ্দেশে সাকিব, ‘তারা সবসময় সমর্থন করেছে। তাদের জন্য মনে হয় আরো খেলতে থাকি। কিন্তু সবকিছুরই একটা শেষ আছে। তাদের সমর্থনের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের আনকন্ডিশনাল লাভ বা যে ধরনের ভালোবাসা দিয়েছে, সমর্থন দিয়েছে তার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’