মাহুতকে হত্যা করা সেই হাতির ঠাঁই হলো সাফারি পার্কে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৯
শেয়ার :
মাহুতকে হত্যা করা সেই হাতির ঠাঁই হলো সাফারি পার্কে

মাহুতকে পিঠের ওপর থেকে শুঁর দিয়ে নামিয়ে হত্যা করা সেই হাতিটিকে উদ্ধার করে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়েছে। আজ বুধবার বিকেলে হাতিটিকে সাফারি পার্কে আনা হয়। এর আগে গতকাল মঙ্গলবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়ার পোলসাইর বাজারে হাতিটি তার মাহুত নজরুল ইসলামকে (৩৫) মেরে ফেলে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষ গোপালগঞ্জের কোটালিপাড়ার পোলসাইর বাজার থেকে উদ্ধার করে।

বিষিয়টি নিশ্চিত করে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে বিভাগীয়  বনকর্মকর্তার মাধ্যমে সংবাদ পাই গোপালগঞ্জে একটি হাতি তার মাহুতকে আছার দিয়ে ও পা চাপা দিয়ে মেরে ফেলেছে। স্থানীয় প্রশাসন এবং জনতা হাতিটিকে কোনোভাবে আটকায়। এমন খবরের ভিত্তিতে বন্যপ্রাণির ইন্সিপেক্টর রাজু আহাম্মদের নেতৃত্বে পার্কের ভেটেরনারী সার্জন সারুয়ার আহাম্মদ, ল্যাব এসিস্টেন্ড ও তিন জন মাহুত সমন্বয়ে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠাই। সেখান থেকে কোনো প্রকার ট্রাংকুলাইজার ব্যবহার না করে মাহুতরা হাতিটিকে নিয়ন্ত্রণে এনে উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকরীরা হাতিটি বুধবার বিকেলে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নিয়ে আসে। পার্কে আনার পর হাতিটি অস্বাভাবিক আচরণ করছিল। তাকে অনেক কষ্ট করে গাড়ি থেকে নামানো হয়। কিছুদিন হাতিটিকে বিশেষ পর্যবেক্ষনে রাখা হবে। তার আচরণ স্বাভাবিক হলে তাকে অন্য হাতির সঙ্গে রাখা হবে।

তিনি আরও জানান, কিছুদিন আগে নির্যাতনের শিকার একটি হাতিকে উদ্ধার করে পার্কে আনা হয়েছে। পার্কে এখন হাতির সংখ্যা ৯টি।

সূত্রে জানা যায়, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পোলসাইর বাজারে মঙ্গলবার সকালে একটি পোষা হাতি তার মাহুতকে পিঠের উপর থেকে শুঁর দিয়ে নামিয়ে আছার দিয়ে ও পা দিয়ে চাপা দিয়ে হত্যা করে। হাতির মাহুত নজরুল ইসলাম দীর্ঘ দিন ধরে ওই হাতি দিয়ে এলাকায় ঘুরে টাকা তুলে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার সমকালে হাতিটি নিয়ে তিনি ওই বাজারে টাকা তুলছিলেন। এক পর্যায়ে হাতিটি অস্বাভাবিক আচারণ করতে থাকে। পরে তাকে পিঠের ওপর থেকে নামিয়ে পা দিয়ে নজরুলের বুকের ওপর পাড়া দেয়। এতে ঘটনাস্থলে নজরুল মারা যান।