কাজ করতে করতেই মারা গেলেন ব্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১০
শেয়ার :
কাজ করতে করতেই মারা গেলেন ব্যাংকার

কাজ করতে করতে অফিসেই মৃত্যু হলো এক নারীর। ভারতের এইচডিএফসি ব্যাংকে কাজ করতেন সাদাফ ফাতিমা নামে ৪৫ বছর বয়সী সেই নারী। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে তার সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

ভিবুথিখান্ড এর সহকারী পুলিশ কমিশনার রাধারমন সিং জানান, ফাতিমা ওই ব্যাংকটির ডেপুটি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।

ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক ভাস্করের প্রতিবেদনে বলা হয়, সাদাফ ফাতিমা প্রচণ্ড কাজের চাপে ছিলেন বলে জানিয়েছে তার সহকর্মীরা। এর আগে আর্নেস্ট অ্যান্ড ইয়াং কোম্পানির একজন তরুণীর কাজের চাপে মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। সেটা নিয়েই ভারতে সমালোচনার ঝড় উঠেছে। এরমধ্যে সাদাফ ফাতিমার মৃত্যু নতুন করে কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে।  

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলেছেন। তিনি বলেছেন,এতে করে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি স্পষ্ট।