সাকিবকে নিয়ে ভালো খবর শোনালেন হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৬
শেয়ার :
সাকিবকে নিয়ে ভালো খবর শোনালেন হাথুরুসিংহে

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। চেন্নাইতে অনুষ্ঠিত প্রথম টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে লড়বে বাংলাদেশ। তার আগে আজকে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানের চোট সম্পর্কেই প্রথমে জানতে চাওয়া হয় হাথুরুসিংহের কাছে। অবশ্য এটা জানতে চাওয়াই স্বাভাবিক। চেন্নাইতে মোটেই প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি সাকিব। ব্যাটিংয়ে মোটামুটি পারফর্ম করলেও বোলিংয়ে ছিলেন ছন্নছাড়া। প্রথম ইনিংসে ৮ ওভার বল করে ৫০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ইনিংসে ১৩ ওভার বল করে ৭৯ রান দিয়েও পাননি উইকেটের দেখা। এর মধ্যে প্রথম ইনিংসে সাকিবকে বোলিংয়ে দেখা গেছে ৫২ ওভার পার হওয়ার পর।

চেন্নাই টেস্টের তৃতীয় দিনে ভারতীয় ধারাভাষ্যকার মুরালি কার্তিক সাকিবের সঙ্গে কথা বলার পর জানিয়েছিলেন সাকিবের বোলিং আঙুলে (তর্জনি) অস্ত্রোপচার করানো হয়েছে। এজন্য ঠিকভাবে আঙুল নাড়াতে পারছেন না সাকিব। বল গ্রিপেও সমস্যা হচ্ছে। এছাড়া কাঁধেও সমস্যা আছে তার। 

কার্তিকের কথার প্রসঙ্গ ধরে তামিমের মত ছিল, সত্যিই যদি সাকিবের আঙুলে সমস্যা থাকে, তাহলে তো টিম ম্যানেজমেন্টের আগে থেকেই জানার কথা। সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের বিষয়টি দেখা উচিত বলেও মন্তব্য করেছিলেন তিনি। তামিমের কথায় ইঙ্গিত ছিল, সাকিবের ইনজুরি থাকলে স্কোয়াডে থাকা অন্য দুই স্পিনার তাইজুল ইসলাম বা নাঈম ইসলামকেও খেলানো যেত। 

পরে সাকিবের চোট-বিতর্ক নিয়ে বাংলাদেশ দলের নির্বাচক হান্নান সরকার জানিয়েছিলেন, ফিট হয়েই চেন্নাই টেস্ট খেলতে নেমেছিলেন সাকিব। তবে বোলিংয়ের সময় আঙুলে ব্যাথা পান তিনি। পরে ব্যাটিংয়ের সময়ও আবার আঘাত পান। এখন দলের ফিজিওর পর্যবেক্ষণে আছেন তিনি। 

সাকিব কানপুরে খেলতে পারবেন কি না সেটিই জানতে চাওয়া হয়েছিল হাথুরুসিংহের কাছে। টাইগারদের হেড কোচ বলেন, ‘সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা কারও কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি।’

চেন্নাইতে সাকিবের পারফরম্যান্সে হতাশ কি না এমন প্রশ্নে হাথুরুসিংহে বলেন, ‘আমি তার (সাকিব) পারফরম্যান্স নিয়ে হতাশ নই, গোটা দলের পারফরম্যান্সই আরও ভালো হতে পারত। আমি নিশ্চিত সেও এটা জানে যে, আরও ভালো পারফর্ম করতে পারে সে। তার সামর্থ্য আমরা সবাই জানি। আমার মতে দ্বিতীয় ইনিংসে সে সত্যিই ভালো ব্যাটিং করেছে।’