বিএফইউজের সভাপতিতে দেখতে হাসপাতালে জামায়াতের আমীর
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজী গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ মঙ্গলবার দুপুরে তাকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান।
এসময় তার সঙ্গে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন ও সাংবাদিক নেতা শহিদুল ইসলাম। এ সময় জামায়াতের আমীরে রুহুল আমীন গাজীর চিকিৎসার খোঁজখবর নেন। তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন এবং দেশবাসীকে দোয়া করার আহ্বান জানান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?