৪০ বছর পর সোলসের সঙ্গে নকীব খান
মঞ্চের একটি দৃশ্য
দেশের জনপ্রিয় ব্যান্ডদল সোলস। গেল বছর জুনে দলটির ৫০ বছর পূর্তিতে ছিল নানা আয়োজন। একটা সময় সোলসের অবিচ্ছেদ্য অংশ ছিলেন নকীব খান। প্রতিষ্ঠার এক বছর পর ১৯৭৪ সালে সোলসে যোগ দেন তিনি। সোলসের প্রথম অ্যালবাম ‘সুপার সোলস’র অধিকাংশ গানের সুরকার নকীব খান। ১৯৮৩ সালে পারিবারিক কারণে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় এলে তাকে সোলস ছাড়তে হয়।
বর্তমানে সোলসের হাল ধরে আছেন পার্থ বড়ুয়া। সঙ্গে আছেন আরেক জ্যেষ্ঠ সদস্য নাসিম আলী খান। আর বর্তমান লাইনআপে আছেন- আহসানুর রহমান আশিক (ড্রামস), মীর শাহরিয়ার মাসুম (কি-বোর্ড) ও মারুফ হাসান রিয়েল (বেজ গিটার)।
নতুন খবর হলো, সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ‘গানে গানে বাংলাদেশ’ কনসার্টে অংশ নেন সোলস ব্যান্ডের সদস্যরা। সেখানে তাদের সঙ্গে মঞ্চে সংগীত পরিবেশন করেন নকীব খান। শোনান জনপ্রিয় বেশ কিছু গান।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
নকীব খান বলেন, ‘সোলসের শিল্পী, মিউজিশিয়ানদের সঙ্গে দেশে অনেক অনুষ্ঠান করেছি। কিন্তু চার দশক পর বিদেশ-বিভূঁইয়ে নিজের পুরোনো ব্যান্ডের সঙ্গে মঞ্চ শেয়ার করার অভিজ্ঞতাটা ছিল একেবারেই অন্যরকম। তার চেয়ে বড় বিষয় পুরো আয়োজনটি ছিল দেশের বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসনের সহায়তার জন্য। সে কারণেই এই আয়োজনটি স্মরণীয় হয়ে থাকবে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
নকীবের মতো একই রকম ভালো লাগার কথা শুনিয়েছেন সোলসের কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া ও অন্য সদস্যরাও।
উল্লেখ্য, সত্তর দশকে ব্যান্ডদল সোলসের সঙ্গে গানের ভুবনে পথচলা শুরু হয়েছিল নকীব খানের। সোলসের ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’সহ বেশ কিছু কালজয়ী গানের সুরকার তিনি। পাশাপাশি দলটির অনেক গানে কণ্ঠ দিয়ে কুড়িয়েছেন শ্রোতার ভালোবাসা। সোলস ব্যান্ড ছাড়ার পর নকীব খান গড়ে তুলে রেনেসাঁ নামে নতুন আরেকটি ব্যান্ডদল।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’