ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হিসেবে যোগ দিলেন সাইফুল ইসলাম
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) হিসেবে যোগ দিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম। আজ মঙ্গলবার সকালে তিনি রাজধানীর শেরে বাংলানগরে ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের যোগ দেন।
পরে সকাল ১০টায় ফাউন্ডেশনের সভাকক্ষে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ডিজি। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক, বিভিন্ন বিভাগের পরিচালক ও উপপরিচালকরা উপস্থিত ছিলেন। এ সময় সফলভাবে দায়িত্ব পালনে ইসলামিক ফাউন্ডেশনের সবার সহযোগিতা কামনা করেন সাইফুল ইসলাম।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর আগে গতকাল সাইফুল ইসলামকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দিয়ে আদেশ জারি করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?