পাইরেসির কবলে শাকিব খানের ‘তুফান’
সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘তুফান’। গেল ঈদুল আজহায় মুক্তি পাওয়া সিনেমাটি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। শুধু বাংলাদেশেই নয়, ‘তুফান’ ঝড় তুলেছে বিশ্বের বিভিন্ন দেশেও। দর্শক আগ্রহের কথা ভেবে গেল বৃহস্পতিবার সিনেমাটি মুক্তি পায় ওটিটি প্লাটফর্ম হইচই ও চরকিতে।
মুক্তির তিন দিনের মাথায় পাইরেসির কবলে ‘তুফান’। গেল রবিবার রাত থেকে ফেসবুক, ইউটিউব ও টেলিগ্রামের বিভিন্ন গ্রুপে সিনেমাটি পাওয়া যাচ্ছে। ২ ঘন্টার ১৮ মিনিটের এই সিনেমাটিতে দেখা যায় চরকির লোগোও।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
শুধু এবারই নয়, সিনেমা হলে ‘তুফান’ যখন তুমুল ঝড় তুলেছিলে, সে সময়ও এটি পাইরেসির কবলে পড়ে। দ্রুত পদক্ষেপের ফলে সে সময় পাইরেসির হাত থেকে রক্ষা পায় সিনেমাটি।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এদিকে, ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। রায়হান রাফীর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, শহিদুজ্জামান সেলিমসহ অনেকে। সিনেমাটির প্রযোজনায় আছে বাংলাদেশ ও ভারতের তিনটি বড় প্রতিষ্ঠান- আলফা আই, চরকি ও এসভিএফ (কলকাতা)।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’