আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ মঙ্গলবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক;
অর্থ উপদেষ্টার কর্মসূচি-
১। সকাল ১১টায় উপদেষ্টার অফিস, ভবন-১১, অর্থ বিভাগ, বাংলাদেশ সচিবালযয়ে আইএমএফ মিশন এর সাথে সাক্ষাৎ।
২। বিকাল ৫টায় মন্ত্রিপরিষদ বিভাগ ভবন-১, কক্ষ-৩০৪, সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হবে।
৩। বিকাল ৫টা ১৫, মন্ত্রিপরিষদ বিভাগ ভবন-১, কক্ষ-৩০৪, সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ভিকারুন্নিসায় প্রতিবাদ কর্মসূচি
হাইকোর্ট রিট নং ৪২১/২০২৪ এ ২০১৫ ও ২০১৬ সালে জন্ম নেয়া ১৬৯ জন ছাত্রীর ভর্তি বাতিল করে অপেক্ষমান তালিকা হতে ২০১৭ সালে জন্ম নেয়া ১৬৯ জনকে ২১/০৫/২০২৪ তারিখ হতে ১৫ দিনের মধ্যে ভর্তি করতে নির্দেশ দেয়। ২৪/০৭/২০২৪ তারিখে স্কুল অপেক্ষমান তালিকার ছাত্রীদের কাগজপত্র চেয়ে বিজ্ঞপ্তি দেয়। আমরা ২৮/০৭/২০২৪ এ কাগজ জমা দেই। এরপর ২ মাস পার হলেও আমাদের ভর্তি সম্পন্ন না করে ঝুলিয়ে রাখা হয়েছে।
আমরা অপেক্ষমান তালিকার অভিভাবকরা সকাল ৯টায় ভিকারুন্নিসার ১নং গেটে অবস্থান কর্মসূচি পালন করব।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার ব্রিফিং
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সম্প্রতি দেশে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষিতে শ্রমিকপক্ষ এবং মালিকপক্ষের যৌথ বিবৃতি প্রদান উপলক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রেস ব্রিফিং-এ বক্তব্য রাখবেন। সময় ও স্থান: দুপুর ০২.৩০ মিনিট, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষ (বিল্ডিং নং-৭, লেভেল-৪), বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
উক্ত প্রেস ব্রিফিং এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার উপস্থিত থাকবেন।
মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শন
সকাল ১০.৩০ মিনিটে আরমানিটোলা এলাকার 'আহমেদ বাওয়ানি স্কুল এন্ড কলেজ' এ মাননীয় স্থানীয় সরকার উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ 'ডেঙ্গু রোগ প্রতিরোধে সমন্বিত মশক নিয়ন্ত্রণ' কার্যক্রম পরিদর্শন করবেন।