সরকার কঠোর না হলে শিল্প বাঁচবে না : ফারুক হাসান

আব্দুল্লাহ কাফি
২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
শেয়ার :
সরকার কঠোর না হলে শিল্প বাঁচবে না : ফারুক হাসান

দেশের অর্থনীতির চালিকাশক্তি শিল্প-কারখানা বাঁচাতে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি মো. ফারুক হাসান। তিনি বলেন, সরকার কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে না পারলে এ শিল্প বাঁচানো সম্ভব হবে না। দেশের ব্যবসা-বাণিজ্য চলে যাবে পাশর্^বর্তী দেশে। এ বিষয়ে এখনই সরকারকে উদ্যোগ নিতে হবে।

গতকাল আমাদের সময়ের সঙ্গে আলাপকালে ফারুক হাসান এমন পরামর্শ দেন। তিনি বলেন, কোনো মালিক অপরাধ করলে যেমন তার শাস্তি হওয়া উচিত, তেমনি কোনো শ্রমিক অপরাধ করলে তারও শাস্তি হওয়া উচিত। কোনো মালিক শ্রমিকদের সঙ্গে অসৎ আচরণ করলে অথবা শ্রমিকদের কোনো দাবি থাকলে সেটা ওই প্রতিষ্ঠানে বসেই সমাধান করা উচিত। প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা নিয়ে রাস্তায় নেমে সাধারণ মানুষদের কষ্ট দেওয়া, কারখানা ভাঙচুর করার মধ্যে কল্যাণ নেই।

ফারুক হাসান বলেন, এক কারখানায় সমস্যা হলে শ্রমিকরা কাজ বন্ধ করে পাশের কারখানাও ভাঙচুর করে। অপরাধ করলে ওই কারখানার মালিক করেছে, পাশের জনতো অপরাধ করেনি। তার কারখানা কেন ভাঙচুর করে? মালিক-শ্রমিক উভয়কেই সহনশীল হওয়া দরকার।

বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে উল্লেখ করে ফারুক হাসান বলেন, শ্রমিক অসন্তোষের খবর সারা বিশ^ জানে। মালিক-শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশের তৈরি পোশাক আজ বিশ^বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। এই খাতে প্রায় ৭০ শতাংশ নারীর কর্মসংস্থান হয়েছে। তারা সমাজে মাথা উঁচু করে বাস করছে। তাদের সন্তানরা আজ কলেজ-বিশ^বিদ্যালয়ে পড়ালেখা করছে। এই অর্জন অল্পতেই শেষ করা ঠিক না। এই শিল্পের সঙ্গে দেশের অনেক খাত জড়িয়ে রয়েছে। এই শিল্পের ধস হলে অনেক শিল্প ধসে পড়বে। অর্থনীতি বিকল হয়ে পড়বে বলেও আশঙ্কা করছেন তিনি।

বর্তমানে শিল্প-কারখানা মালিকরা আতঙ্কে আছেন জানিয়ে ফারুক হাসান বলেন, নানা জায়গায় কারখানা ভাঙচুর হচ্ছে। বিশে^র ১০টি সবুজ কারখানার মধ্যে বাংলাদেশে ৯টির অবস্থান। শত শত কোটি টাকা বিনিয়োগ করে বড় বড় কারখানা স্থাপন করা হয়েছে। এগুলো ভাঙচুর করা হচ্ছে। মালিকরা এখন দিশাহারা হয়ে পড়েছেন। এই সম্পদ-কারখানা মালিকের একার নয়, এটা দেশেরও সম্পদ। এই সম্পদ রক্ষায় রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।