ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকনকে শোকজ দিলো বিএনপি
দলের চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকনকে কারন দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিএনপি। আজ সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে শোকজের চিঠি পাঠানো হয়েছে বলে দপ্তর সূত্র নিশ্চিত করেছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোকন নোয়াখালীতে তার নির্বাচনী এলাকার দুই উপজেলায় মোটর শোভাযাত্রা করে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে জনদুর্ভোগ সৃষ্টি করে শোভাযাত্রা করায় বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টাকে শোকজ করেছে বিএনপি।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর আগে গত ৮ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মটোরসাইকেল বহর বা অন্য কোন যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য কেন্দ্রীয়সহ তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিল দলটি। এছাড়াও পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্যও নির্দেশ দেওয়া হয়। দলীয় এ নির্দেশনা অমান্য করায় এর আগেও বেশ কয়েকজন নেতাকে বহিস্কার ও শোকজ করেছে বিএনপি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?