শপথ নিয়ে যে ঘোষণা দিলেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৪
শেয়ার :
শপথ নিয়ে যে ঘোষণা দিলেন শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট

শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন অনুরা কুমারা দিশানায়েকে। আজ সোমবার সকালে রাজধানী কলম্বোর প্রেসিডেন্সিয়াল সচিবালয়ের ভবনে শপথ নেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

শপথ নেওয়ার পর সংক্ষিপ্ত এক বক্তব্যে অনুরা বলেন, তিনি শ্রীলংকার সংকটের জটিলতা সম্পর্কে ভালোভাবে অবগত এবং তার নেতৃত্বাধীন সরকার এই সংকটের আবর্ত থেকে দেশ এবং দেশবাসীকের রক্ষা করতে নিরলসভাবে পরিশ্রম করবে।

তিনি বলেন, ‘আমি জানি, সাম্প্রতিক সংকট পরিস্থিতির জেরে অনেকেই রাজনীতিবিদদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন। সেই আস্থা যেন ফিরে আসে, সেজন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। তবে এটাও সত্য যে আমি কোনো জাদুকর নই। আমার হাতে কোনো ম্যাজিক নেই যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে। এমন অনেক ব্যাপার আছে যা আমি জানি, আবার অনেক ব্যাপার আছে যা আমি জানি না।’

শনিবার শ্রীলংকার ২২টি আসনের ১৩ হাজার ৪০০ ভোটকেন্দ্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়। গণঅভ্যুত্থানে গোতাবায়া রাজাপক্ষের সরকারের পতনর পর এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হলো শ্রীলংকায়।স্থানীয় সময় শনিবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল চারটায়। ভোটগণনা শেষে দেখা যায় পেয়েছিলেন ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট পেয়ে জয়ী নির্বাচিত হয়েছেন অনুরা।