চিত্রনায়িকা মাহির দেড় মিনিটের ভিডিও ভাইরাল
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। বিয়ে-বিচ্ছেদের কারণে দীর্ঘদিন বড়পর্দা থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন এই তারকা। ইতিমধ্যেই ফিরেছেন স্টেজ শো ও বিভিন্ন ফটোশুটে। কথা চলছে নতুন সিনেমার বিষয়েও।
এসবের মধ্যেই ভাইরাল হয়েছে মাহির একটি নাচের ভিডিও। দেড় মিনিটের ভিডিওটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। ভিডিওটি ঘিরে দুই ধরনের মন্তব্যের মধ্যে এগিয়ে আছে- নেতিবাচক মন্তব্যের তালিকা।
নাচের ভিডিওতে দেখা গেছে, অভিনেত্রী শরীরচর্চার মতো কসরত করছেন নাচের মুদ্রায়। কখনো আবার নিজেকে আবেদনময়ী রূপেও উপস্থাপন করছেন। ভিডিওতে তার এমন অঙ্গভঙ্গি পছন্দ করেছে অনেকেই। আবার কারও কাছে হাসির খোরাক হয়েছেন এই চিত্রনায়িকা। ভিডিওতে মাহির পরনের ছিল সাদা শার্ট ও কালো প্যান্ট।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
কেউ বলছেন, ‘অনেকদিন ধরে মাহি তেমন কোনো আলোচনায় নেই, হাতে কোনো কাজ নেই। সে কারণে তিনি এ ধরনের ভিডিও প্রকাশ করে সবার নজর কাড়তে চান।’
আবার কারও কথা এমন- ‘দেশের এই পরিস্থিতে মাহির এমনটা করা ঠিক হয়নি।’ কেউ আবার মাহির কাছ থেকে এমনটি আশা করেননি জানিয়ে লিখেছেন দু’চার কথাও।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
যে যাই বলুক, নাচের ভিডিওটি নিয়ে নিশ্চুপ আছেন মাহিয়া মাহি। আর তার ভিডিওটি ছোট ছোট ক্লিপ আকারে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
উল্লেখ্য, মাহিয়া মাহিকে সবশেষ দেখা গেছে ‘রাজকুমার’ সিনেমাতে ক্যামিও চরিত্রে। সেখানে তিনি শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেন।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’