বাড়ির প্রাচীর ভাঙতেই বেরিয়ে এল ৪৫টি পদ্মগোখরা
উদ্ধার হওয়া পদ্মগোখরা। ছবি: আমাদের সময়
সাতক্ষীরার শ্যামনগরের খাগড়াঘাট গ্রামের একটি বাড়ি থেকে ৪৫টি পদ্মগোখরা সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে গ্রামের মহিউদ্দীন সরদারের বাড়ি থেকে সাপগুলো উদ্ধার করে সাপুড়ে।
মহিউদ্দীনের ভাতিজা জান্নাতুল নাঈম জানান, বাড়িতে সাপ রয়েছে এটা কমবেশি আমাদের ধারণা ছিল। তবে এতগুলো ছিল, জানা ছিল না। আজ সকালে বাড়ির ভিতরে প্রাচীর ভাঙতে গিয়ে প্রথমে একটি বাচ্চা সাপ দেখা যায়। তখন সেটিকে মেরে ফেলি। পরে কিছু ডিম নজরে পড়ে। তারপর সাপুড়ে খবর দেওয়া হয়।
তিনি বলেন, সাপুড়ে এসে প্রাচীরের ভিতর সাপের বাসার সন্ধান পান। সেখান থেকে ৪২টি সাপের বাচ্চা ও দুটি বড় সাপ উদ্ধার করেন সাপুড়ে। একটি বাচ্চা মারা পড়েছে। মোট ৪৫টি সাপ উদ্ধার হয়েছে। বর্তমানে সাপগুলো সাপুড়ের কাছে রাখা আছে।
এ সময় তিনি জানান, বনবিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সাপগুলো তাদের কাছে হস্তান্তর করা হবে।