বোলিংয়ে সাকিব ব্যর্থ কেন, জানালেন ভারতের সাবেক ক্রিকেটার
চেন্নাই টেস্টটি মোটেই ভালো যায়নি বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের, বিশেষ করে বোলিংয়ে। প্রথম ইনিংসে ৮ ওভার বল করে ৫০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ইনিংসে ১৩ ওভার বল করে ৭৯ রান দিয়েও পাননি উইকেটের দেখা। এর মধ্যে প্রথম ইনিংসে সাকিবকে বোলিংয়ে দেখা গেছে ৫২ ওভার পার হওয়ার পর।
সাকিবের এমন বাজে পারফরম্যান্সের কাটাছেঁড়া চলছে বিভিন্ন মহলে। ভারতের ভারাভাষ্যকার মুরালি কার্তিক বের করেছিলেন, আঙুলের ইনজুরিতে আছেন সাকিব। আজ চেন্নাই টেস্টের পর আসা সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
সাকিব প্রসঙ্গে ইএসপিএনক্রিকইনফোকে মাঞ্জরেকার বলেন, ‘তার জন্য একটা বড় সমস্যা হচ্ছে ভারতীয় দলে অনেক বেশি বাঁহাতি ব্যাটার। শীর্ষ ছয়ে তিনজনই বাঁহাতি। যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা তিনজনই বাঁহাতি এবং তারা ভালো ব্যাটারও। ফলে সে কিছুটা চাপে ছিল। আরেকটা সমস্যা হচ্ছে উইকেট টার্নিং ছিল না। সাকিব এমন বোলার যে টার্নিং উইকেট পেলে ঠিকঠাক বোলিং করে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে।’
সাকিবের বাজে বোলিংয়ের পেছনে আরও একটি কারণ বের করেছেন মাঞ্জরেকার, ‘এই ধরনের উইকেট দেখে এবং প্রতিপক্ষের ব্যাটারদের দেখে হয়তো তার মনে হয়েছে যে তার ব্যাটিং অলরাউন্ডার হিসেবে খেলাটাই বেশি ভালো হবে। কারণ, প্রথম ইনিংসে যে ধরনের ব্যাটিং সে করেছে, মনে হচ্ছিল বেশ উজ্জীবিত হয়ে আছে। বোলিংয়ে তাকে আমার তেমন উজ্জীবিত মনে হয়নি। পাশাপাশি এটাও বলতে হবে যে (নাজমুল) শান্ত তাকে কম বোলিং করিয়েছে। যখন ঋষভ পন্ত ব্যাট করছিল, শুধু মেহেদী হাসানই এক প্রান্তে বোলিং করে গেল।’