শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন অনুড়া কুমার

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৯
শেয়ার :
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন অনুড়া কুমার

শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট হলেন ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টির নেতা অনুড়া কুমার দিসানায়েক। আজ রবিবার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগণনা শেষে এই ফল ঘোষণা করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

গতকাল শনিবার শ্রীলংকার ২২টি আসনের ১৩ হাজার ৪০০ ভোটকেন্দ্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়। গণঅভ্যুত্থানে গোতাবায়া রাজাপক্ষের সরকারের পতনর পর এই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন হলো শ্রীলংকায়।স্থানীয় সময় শনিবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল চারটায়। এদিকে ভোট শেষ হওয়া পর শনিবার রাতে শ্রীলংকায় কারফিউ ঘোষণা করা হয়। 

প্রথম দফার ভোটে কেউ ৫০ শতাংশ ভোট পায়নি। তখন অনুঢ়া পেয়েছিলেন ৪২ দশমিক ৩১ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বি সাজিদ প্রেমাদাসা পান ৩২ দশমিক ৭৬ শতাংশ ভোট। 

প্রেসিডেন্ট নির্বাচনের নতুন আইন অনুযায়ী, একজন ভোটার তিন প্রার্থীকে ভোট দিতে পারবেন। কোনো একজন প্রার্থী কমপক্ষে ৫০ শতাংশ বা এর চেয়ে বেশি ভোট পেলে, তাকে বিজয়ী ঘোষণা করা হবে। আর কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা (রান-অফ) ভোট হবে।

সেই ভোটে জয় নিশ্চিত করেছেন অনুড়া কুমার। 

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, শনিবারের নির্বাচনে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রের ১ কোটি ৭০ লাখ ভোটারের মধ্যে প্রায় ৭৫ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই নির্বাচনে দিসানায়েক ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে তার মার্কসবাদ-প্রবণ জনতা বিমুক্তি পেরেমুনা (জেপিভি) পার্টিও রয়েছে। এই দলটি ঐতিহ্যগতভাবে শক্তিশালী রাষ্ট্রীয় হস্তক্ষেপ, কম কর এবং আরও কঠোর বাজার অর্থনৈতিক নীতি সমর্থন করে থাকে।