রাজবাড়ীতে চরমপন্থী নেতাকে গুলি করে হত্যা
রাজবাড়ীর গোয়ালন্দে চরমপন্থী নেতা সুশিল কুমার সরকারকে (৫৮) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সুশিল গোয়ালন্দ ঘাট থানার ভোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মনিন্দ্রনাথ সরকারের ছেলে।
আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাটাখালী এলাকার ইমদাদুলের চায়ের দোকানের পাশে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উপজেলার কাটাখালী এলাকার ইমদাদুলের চায়ের দোকানের পাশে সুশিল কুমার সরকারকে নিয়ে গলায় কোপ ও গুলি করে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেন। সুশিলের ভাই সুনিল কুমার সরকার এসে তাকে উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনিল কুমার সরকার জানান, অভ্যন্তরীন কোন্দলের জেরে তার ভাইকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, সুশিলের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ৩টি অস্ত্র ও ২টি হত্যাসহ ৫টি মামলা রয়েছে। এ হত্যাকাণ্ড কারা, কেন ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।