হা হা দিলে মনে কিঞ্চিৎ শান্তি লাগে: প্রিন্স মাহমুদ
ছাত্র-জনতার আন্দোলনে শুরু থেকেই সরব ছিলেন বরেণ্য গীতিকার প্রিন্স মাহমুদ। শুধু ফেসবুকেই নয়, সরব ছিলেন রাজপথেও। কথা বলেছেন শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন নিয়ে। গেল ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর নতুন এক বাংলাদেশ গড়ার আহ্বানও জানান এই গীতিকার। বৈষম্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার কথাও বলেন তিনি।
এদিকে, দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানির আলোচনা-সমালোচনার মধ্যে বিষয়টি নিয়ে কথা বলায় প্রিন্স মাহমুদকে শুনতে হয়েছে কটু কথাও। তবুও দমে যাননি তিনি। সমালোচকদের মনে করিয়ে দিয়েছিলেন, ‘ভুলে না যাই বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে কলকাতার শিক্ষার্থী বন্ধুরা কীভাবে ফুঁসে উঠেছিল। বন্ধুদের পুজো দুর্দান্ত হোক।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এর আগে, জুলাই-আগস্টে প্রিন্স মাহমুদ তার ফেসবুকে একের পর এক পোস্ট দিয়েছেন। জানান দিয়েছিলেন, নিজের অবস্থান। তার পোস্ট ঘিরে যেমন ইতিবাচক মন্তব্য পড়েছিল তেমন কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সে কথা স্মরণ করে প্রিন্স মাহমুদ বলেন, ‘জুলাই আগস্টের নাম শুনলেই হা হা দেওয়া বাচ্চাগুলোর জন্য সত্যই মায়া লাগে। আদর আদর লাগে। ভোটারবিহীন ভোটের মসনদ ছেড়ে পালাতে হলে উচ্ছিষ্ট অবস্থায় এইরম গোঁস-গোসসা লাগে ক্রোধ লাগে, অতি প্রিয়জনের পোস্টে গিয়ে কুশো কথা কইতে ইচ্ছে করে। হা হা দিলে কিঞ্চিৎ মনে শান্তি লাগে। ঠিক হয়ে যাবে। সময় লাগবে বৎসসকল। সত্যকে নিতে সময় লাগে। দেশকে সব মানুষের দেশ মনে কর। ভিন্নমত বা দ্বিমতকে গ্রহণ ও সম্মান কর। ধ্যান কর, উদার হও। দেহ মন প্রশান্ত ও প্রাণবন্ত কর, মস্তিষ্ককে শিথিল কর… কুশো কথা অর্থ তেতো কথা।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’