হিজবুল্লাহর রকেটে ধ্বংস হয়ে যাচ্ছে ইসরায়েলের ঘর-বাড়ি
লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলের একাধিক ভবন। আবাসিক ভবনে আগুন ধরে যায় এবং বাসিন্দারা আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।
গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কাছে। তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। একই সময়ে লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
যেকোনো সময় এই সংঘাত পূর্ণ মাত্রার যুদ্ধে রুপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসরায়েলের সবচেয়ে গভীর এলাকায় বিমান ঘাঁটি লক্ষ্য করে শনিবার রাতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এটাই সশস্ত্র গোষ্ঠীর প্রথম রকেট হামলা। উত্তর ইসরায়েলের হাইফা শহরের পূর্ব দিকের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালানো হয়েছে। হামলার কথা নিশ্চিত করে হিজবুল্লাহ জানিয়েছে, ফাদিয়া-১ ও ফাদিয়া-২ রকেট ছুড়েছে তারা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
হিজবুল্লাহর দাবি অনুযায়ী- ২০০৬ সালের যুদ্ধের পর এবারই প্রথম হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভেতরে ২০ কিলোমিটারের বেশি দূর পর্যন্ত পৌঁছেছে। এবারই তারা প্রথমবারের মতো ৪৫ থেকে ৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করল।