কক্সবাজারে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
কক্সবাজার সদর উপজেলার চৌফলডন্ডি ইউনিয়ন থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল শনিবার রাতে সদরের চৌফলদণ্ডি থেকে এসব অস্ত্র উদ্ধার করেন যৌথ বাহিনীর সদস্যরা।
সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ রবিবার এ তথ্য জানানো হয়।
সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট, র্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত একটি টিম কক্সবাজার সদর উপজেলার চৌফলডন্ডি ইউনিয়নে অস্ত্র উদ্ধারে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি করে তিনটি এলজি, একটি একনলা বন্দুক, ৭টি কার্তুজ, একটি দা, এক হাতুরি, তিনটি চাকু, দুটি চাপাতি ও গাঁজা জব্দ করা হয়।
ওই অস্ত্রগুলো ব্যবহার করে সন্ত্রাসীরা ওই এলাকায় অবৈধ কার্যক্রম চালিয়ে আসছিল।