সাকিবের আঙুলে ‘অস্ত্রোপচার’, তামিমের ইঙ্গিত কোন দিকে
চেন্নাই টেস্টটি একদমই ভালো কাটছে না বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের, বিশেষ করে বোলিংয়ে। প্রথম ইনিংসে ৮ ওভার বল করে ৫০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ইনিংসে ১৩ ওভার বল করে ৭৯ রান দিয়েও পাননি উইকেটের দেখা। এর মধ্যে প্রথম ইনিংসে সাকিবকে বোলিংয়ে দেখা গেছে ৫২ ওভার পার হওয়ার পর।
দলের সবচেয়ে অভিজ্ঞ ও সফলতম বোলারকে এত পরে বোলিংয়ে আনা নিয়েও উঠেছে প্রশ্ন। বিষয়টি নিয়ে কথা উঠেছে ধারাভাষ্য কক্ষেও। কথা হয়েছে তার কম বোলিং করা ও বোলিংয়ের ধার কমে নিয়ে যাওয়া নিয়েও।
সাকিবের বোলিং নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন ধারাভাষ্যের দায়িত্বে থাকা মুরালি কার্তিক। চেন্নাই টেস্টের তৃতীয় দিন সকালে সাকিবের সঙ্গে কথা বলেছেন তিনি। কার্তিক জানিয়েছেন, সাকিবের বোলিং আঙুলে (তর্জনি) অস্ত্রোপচার করানো হয়েছে। এজন্য ঠিকভাবে আঙুল নাড়াতে পারছেন না সাকিব। বল গ্রিপেও সমস্যা হচ্ছে। এছাড়া কাঁধেও সমস্যা আছে তার।
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
সাকিবের শারীরিক অবস্থা নিয়ে অবশ্য বিসিবি কিছুই জানায়নি। এই বিষয়টি নিয়েই বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের উদ্দেশে ধারাভাষ্যের দায়িত্বে থাকা তামিম ইকবাল বলেছেন, ‘মুরালি কার্তিক যা বললেন, সত্যিই যদি সাকিবের আঙুলে সমস্যা থাকে, তাহলে তো টিম ম্যানেজমেন্টের আগে থেকেই তা জানার কথা। তিনি ঠিকমতো বল করতে পারছেন না, মানে বাংলাদেশ কার্যত চার জন প্রথম সারির বোলার নিয়ে খেলছে। টিম ম্যানেজমেন্টের তো এটা জানার কথা! অবশ্যই এই ব্যাপারটি তাদের দেখা উচিত।’
তামিম কোন দিকে ইঙ্গিত করেছেন সেটি সহজেই অনুমেয়। সাকিব ছাড়াও ভারত সফরে বাংলাদেশ দলে তাইজুল ইসলাম ও নাঈম হাসানের মতো স্পিনার আছে। সেক্ষেত্রে সাকিবের বিকল্প হিসেবে তাদের কেউ সুযোগ পেতেই পারতেন।