বাউফলে ১০ মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
ঝড়ে বাউফলের একটি স্কুলে ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি: আমাদের সময়
পটুয়াখালীর বাউফল উপজেলায় হঠাৎ ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হওয়া ১০ মিনিট স্থায়ী ওই ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান, কাঁচা-পাকা ঘর বিধ্বস্ত ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পরেছে। এতে ৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে সমির চন্দ্র শীল (৩৫) এবং সাথী রানী শীল (২২) নামের দুজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ঝড়ে নাজিরপুর ধানদি কামিল মাদ্রাসার একটি টিনসেট ভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। সড়ক ও ঘরবাড়ির ওপড় গাছপালা উপরে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা গাছ কেটে সড়ক যোগাযোগ স্বভাবিক করার চেষ্টা করছেন। এছাড়া শুক্রবার রাত থেকে উপজেলার সমস্ত এলাকায় বিদ্যুৎ বন্ধ রয়েছে। নওমালা ইউনিয়নে বসত ঘরে গাছ পড়ে গুরুতর আহত হন সমির শীল ও সাথী শীল নামে দুজন।
পটুয়াখালীর পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মজিবুর রহমান বলেন, ঝড়ের কবলে পরে ৮টি বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎসঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়। অনেক স্থানে সঞ্চালনের তার ছিড়ে পড়েছে। আমাদের কয়েকটি টিম মাঠ পর্যায়ে কাজ করছে। বিদ্যুৎলাইন চালু হতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই ঝড়ে বিধ্বস্ত তিন শতাধিক ঘরবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।