গণপিটুনিকে ‘স্বাভাবিক’ করার চেষ্টা কেন: মেহজাবীন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ফজলুল হক মুসলিম হলের কিছু শিক্ষার্থীর বিরুদ্ধে। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থীর হামলায় নিহত হয়েছেন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লা। দেশের বিভিন্ন স্থানে আরও হামলার ঘটনা ঘটেছে। ‘মব জাস্টিস’ বা উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচারের বিপক্ষে সোচ্চার হয়েছেন অনেকেই। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কথা বলেছেন বরেণ্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও। ক’দিন আগেও তিনি এ ধরনের ঘটনা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘মবরাজ থামান। শৃঙ্খলা আনেন।’
এবার কথা বললেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্ষুব্ধ এ তারকার মন্তব্য, ‘গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন?’ ফেসবুক পোস্টে এমনটাই লিখেছেন তিনি।
অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা তার সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘আবরার ফাহাদ সে তার শেষ সময়ে একটু পানি চেয়েছিল এবং তোফাজ্জল ভাইকে ভাত খাওয়ানো হয়। দুই ঘটনা একই রকম মনে হয় আমার এর বিচার আজকের ভিতর করা দরকার, কে মেধাবী কে ঢাবি ছাত্র এইসব এখন আর দেখার সময় না। বিচার করতে হবে, মানে করতে হবে।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
শাহরিফ সরকার নামে এক ভক্ত বলেন, ‘যাই হোক দোষটা অন্য দলের ওপরে চাপিয়ে দিতে পারলেই কেন জানি সবাই ভাবে বেঁচে যাবে। অন্যায় শুধু অন্যায় এখানে দল টানার কী আছে?’
আরেক জনের ভাষ্য, ‘বর্তমানে যে অবস্থা এই সমাজের অপরাধীর কঠোর শাস্তির ব্যবস্থা না হলে, তা অনেক ভয়াবহ অবস্থা সৃষ্টি করবে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট