‘ডাকাত’ বেশে আসছেন দেব

বিনোদন ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:২১
শেয়ার :
‘ডাকাত’ বেশে আসছেন দেব

ঘোষণার চার বছর পর আসছে টালিউড সিনেমা ‘রঘু ডাকাত’। সিনেমার মুখ্যচরিত্রে অভিনয় করবেন টালিউড নায়ক দেব।

চার বছর আগে সিনেমার ঘোষণা হলেও নানা জটিলতার কারণে ‘রঘু ডাকাত’এর মুক্তির দিনক্ষন পেছাতে হয়েছে।

শোনা যাচ্ছে, পরিচালক ধ্রুব ব্যানার্জী এই সিনেমার শুটিং শুরু করার প্রস্তুতি শুরু করেছেন। ইতোমধ্যে তিনি সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজও শেষ করেছেন। শুটিংয়ের তারিখ নিয়েও দেবের সঙ্গে তার কথাবার্তা হয়েছে বলে জানা যায়।

আরও জানা যায়, আগামী ডিসেম্বর থেকে শুরু হওয়া মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ‘রঘু ডাকাত’এর শুটিং হওয়ার কথা। তবে, এখনও সব জায়গা চূড়ান্ত হয়নি।

প্রসঙ্গত, ২০২১ সালে ‘রঘু ডাকাত’এর ঘোষণা করেছিল প্রযোজনা সংস্থা এসভিএফ। এ সিনেমায় ডাকাতের ভূমিকায় দেবের আংশিক ঝলকও প্রকাশ্যে এসেছিল। তারপর থেকে নির্মাতারা এই সিনেমার কাজ এগিয়ে নিয়ে গেলেও কখনও বাজেট, কখনও বা চিত্রনাট্যের কারণে সিনেমার শুটিং শুরু হয়নি।