বৃষ্টির প্রভাবে ঢাকার বায়ুর মানে বেশ উন্নতি

অনলাইন ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৯
শেয়ার :
বৃষ্টির প্রভাবে ঢাকার বায়ুর মানে বেশ উন্নতি

রাজধানী ঢাকার বায়ুর মানের বেশ কিছুটা উন্নতি হয়েছে। অন্যদিকে বায়ুদূষণ তালিকার শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। আজ শনিবার বেলা ১১ট ২৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা পাকিস্তানের লাহোরের দূষণ স্কোর ১৭২ অর্থাৎ এই শহরের বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এই শহরের স্কোর ১৬৫ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর।

তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কামপালা। শহরটির দূষণ স্কোর ১৬০ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা। এরপর পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

অন্যদিকে ঢাকা রয়েছে ৩৫ নম্বরে। এ শহরের দূষণ স্কোর ৬৪ অর্থাৎ এখানকার বায়ুর মান মাঝারি বা ভালো মানের।