জম্মু-কাশ্মীরে বিএসএফের ৩ সদস্য নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে বাস দুর্ঘটনায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার জম্মু-কাশ্মীরের বুদগাম জেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ছয়জন আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বলা হয়েছে, আজ সাতটি বাসের একটি বহরে করে কাশ্মীরের বিধানসভা নির্বাচনে দায়িত্ব পালনের জন্য যাচ্ছিলেন বিএসএফ সদস্যরা। এর মধ্যে একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
৫২ আসনের বাসটিতে ৩৫ জন বিএসএফ সদস্য ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তা থেকে ছিটকে পাশের ৪০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
দুর্ঘটনায় বিএসএফের তিন সদস্য নিহত হন। আহত হন ছয়জন। আহত সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস