ঢাকা ওয়াসার সচিব পদ থেকে শারমিন হককে অব্যাহতি

অনলাইন ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৮
শেয়ার :
ঢাকা ওয়াসার সচিব পদ থেকে শারমিন হককে অব্যাহতি

ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী শারমিন হক আমীরকে সচিবের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে সংস্থাটি। আজ শুক্রবার ওয়াসা সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে ওয়াসার উপসচিব (প্রশাসন-১) শাহিদা কানিজ অফিস আদেশ জারি করে শারমিন হক আমীরকে সচিব পদ থেকে অব্যাহতি দেন।

অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের কাজের স্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

সাড়ে চার বছরের বেশি সময় ধরে ঢাকা ওয়াসার সচিব পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন শারমিন হক।

অভিযোগ আছে, ওয়াসার সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের নানা অপকর্মের সহযোগী ছিলেন শারমিন। তাকসিমের নির্দেশে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে হরহামেশাই অফিস আদেশ জারি করতেন তিনি।