যুবদলের ৩ নেতা বহিষ্কার
যুবদল
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বহিষ্কৃতরা হলেন- ঢাকা মহানগর উত্তর শাখার তেজগাঁও থানা যুবদলের সদস্য সচিব মো. আবদুর রহমান, ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল বাহার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নাসির উদ্দিন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ঢাকা মহানগর উত্তর শাখার তেজগাঁও থানা যুবদলের সদস্য সচিব আবদুর রহমান, ময়মনসিংহ মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল বাহার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নাসির উদ্দিনকে প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।