৩৭৬ রানে অলআউট ভারত

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১২
শেয়ার :
৩৭৬ রানে অলআউট ভারত

প্রথম দিনের শেষ সেশনে অশ্বিন-জাদেজার দুর্দান্ত এক জুটিতে বাংলাদেশকে বেশ চাপেই ফেলেছিল ভারত। দ্বিতীয় দিনে বড় স্কোরের লক্ষ্য নিয়ে মাঠে নামা ভারতকে খুব বেশি রান যোগ করতে দেয়নি বাংলাদেশ। তাসকিন আহমেদের গতির ঝড়ে প্রথম সেশনের মাঝপথেই ৩৭৬ রানে গুটিয়ে গেছে ভারত।

এর আগে গতকাল প্রথম দিন ১৪৪ রানে ভারতের ৬ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু সপ্তম উইকেটে রবীন্দ্র জাদেজা আর অশ্বিনের ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে অস্বস্তিতে দিন শেষ করে টাইগাররা। অশ্বিন হাঁকিয়ে ফেলেন সেঞ্চুরি। প্রথম দিনে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৩৯ রান।

আজ শুক্রবার চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে ৪ রান যোগ করতেই উইকেট হারালো ভারত। দিনের শুরুতেই বাংলাদেশের পথে কাঁটা হয়ে দাঁড়ানো জাদেজাকে সাজঘরের পথ দেখান তাসকিন আহমেদ। সেঞ্চুরির দিকে হাঁটতে থাকা জাদেজা ১২৪ বলে ৮৬ রান করে ফেরত যান প্যাভিলিয়নে। জাদেজার পর আকাশ দিপকে নিজের শিকারে পরিণত করেন তাসকিন। বলে বড় শট খেলার চেষ্টায় মিড অফে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন এই পেসার। যাওয়ার আগে ৩০ বলে ১৭ রান করেন তিনি।

এদিকে এক প্রান্ত আগলে রাখেন অশ্বিন। দ্বিতীয় দিনের ১১তম ওভারে তাসকিনের হাতে আবারও বল তুলে দেন অধিনায়ক শান্ত। ওভারে পঞ্চম ওভারে অশ্বিনকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন এই টাইগার পেসার। ১৩৩ বলে ১১৩ রান করেন অশ্বিন। পরের ওভারে বুমরাহকে (৭) আউট করেন হাসান মাহমুদ। এতে ৩৭৬ রানে অলআউট হয় ভারত।

৮৩ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার হাসান। ৫৫ রানে ৩ উইকেট নিয়েছেন তাসকিন। এছাড নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট পান।