সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি ফোরকান, সম্পাদক কাইয়ূম

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪০
শেয়ার :
সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি ফোরকান, সম্পাদক কাইয়ূম

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক যুগান্তরের সীতাকুণ্ড প্রতিনিধি সৈয়দ ফোরকান আবু ও সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের সীতাকুণ্ড প্রতিনিধি আব্দুল্লাহ কাইয়ূম চৌধুরী নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার ক্লাবের ৩৫জন সদস্য সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলাম। 

এতে দৈনিক যুগান্তরের সীতাকুণ্ড প্রতিনিধি সৈয়দ ফোরকান আবু সভাপতি ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি কাইয়ুম চৌধুরী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে খায়রুল ইসলাম (জাতীয় অর্থনীতি), সহ-সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম (নয়া দিগন্ত), সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল ফারুক (মানবজমিন), অর্থ সম্পাদক পদে সবুজ শর্মা শাকিল (আজকের পত্রিকা), ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ সালাউদ্দিন (যায়যায়দিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সঞ্জয় চৌধুরী (আলোকিত সকাল), দপ্তর ও সমাজকল্যাণ পদে আবুল খায়ের (সংবাদ সারাবেলা) নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন সৌমিত্র চক্রবর্তী (কালের কন্ঠ /পূর্বকোণ) ও লিটন কুমার চৌধুরী (আজাদী)।