রাজু ভাস্কর্যে বিক্ষোভ /

মব জাস্টিসের নামে হত্যা বন্ধ ও জড়িতদের বিচারের দাবি

অনলাইন ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০১
শেয়ার :
মব জাস্টিসের নামে হত্যা বন্ধ ও জড়িতদের বিচারের দাবি

মব জাস্টিসের নামে হত্যা বন্ধ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকালে ব্যানারসহ সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু হয়।

গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। দিবাগত রাত ১২টার দিকে হলের গেস্টরুমে এ ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় শিক্ষার্থীরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের নাম তোফাজ্জল হোসেন (৩২)। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তালুকচর দোয়ানি গ্রামে। বরিশাল বিএম কলেজ থেকে হিসাববিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তোফাজ্জল হোসেন।

তার পরিচয় শনাক্ত করেছেন নিহতের বন্ধু মো. বেলাল গাজী। তিনি জানান, গত তিন-চার বছর যাবৎ তোফাজ্জল হোসেনের মানসিক সমস্যা দেখা দেয়। এরপর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ ঢাকার বিভিন্ন জায়গায় ভবঘুরে জীবন যাপন করতেন নিহত তোফাজ্জল।

অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা কর্মকর্তাদের সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটকসংলগ্ন একটি দোকানে অবস্থান করছিলেন শামীম মোল্লা।

বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে গিয়ে তাকে আটক করে গণধোলাই দেন। একপর্যায়ে নিরাপত্তাকর্মীদের সহায়তায় তাকে নিরাপত্তা শাখায় নিয়ে আসা হয়।

এরপর পুলিশ ও প্রক্টরিয়াল টিম শামীমকে ১৫ জুলাই রাতে উপাচার্যের বাসভবনে হামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে তাকে আশুলিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সেখান থেকে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।