শিরোনামহীনের কাল্পনিক শহর নিঃশব্দপুর
গত মাস থেকে টানা কনসার্ট করে যাচ্ছে শিরোনামহীন। এর মাঝেই গত মঙ্গলবার ব্যান্ডটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে তাদের নতুন গান ‘নিঃশব্দপুর’। গানটি লিখেছেন ও সুর করেছেন শিরোনামহীনের দলনেতা জিয়াউর রহমান।
গানের ডিসক্রিপশনে নিঃশব্দপুরকে তুলনা করা হয়েছে বাংলা সাহিত্যের জনপ্রিয় চরিত্র হিমুর ময়ূরাক্ষী নদীর সঙ্গে।
এ প্রসঙ্গে জিয়াউর রহমান বলেন, ‘হুমায়ূন আহমেদের সৃষ্ট চরিত্র হিমু। যার ছিল নিজস্ব একটা নদী। নাম ময়ূরাক্ষী। হিমুর মন খারাপ থাকলে কিংবা বিচলিত হলে যে নদীর পাশে গিয়ে বসে থাকত। মন ভালো করার জন্য। আমরাও এই গানটির মাধ্যমে চেয়েছি শিরোনামহীন শ্রোতাদের জন্য এমন একটা কাল্পনিক শহর গড়ে তুলতে, যেখানে তারা বিশুদ্ধ কিছু সময় কাটাতে পারবে এবং স্বাভাবিক জীবনে ফেরার উৎসাহ পাবে। এই গানটি তেমনই একটা শহর। যার নাম নিঃশব্দপুর।’
প্রসঙ্গত, নিঃশব্দপুর গানের শুটিং হয়েছে থাইল্যান্ডের ব্যাংকক ও কোহ খাম আইল্যান্ডে। প্রকাশের পর দর্শকের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছেন বলে জানান জিয়াউর রহমান। ইতিমধ্যে প্রায় তিন লাখ ভিউ হয়েছে গানটির।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি