পিআইবির মহাপরিচালক হলেন ফারুক ওয়াসিফ

অনলাইন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৬
শেয়ার :
পিআইবির মহাপরিচালক হলেন ফারুক ওয়াসিফ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফ। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

দৈনিক সমকালের পরিকল্পনা সম্পাদক ফারুক ওয়াসিকে অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮’-এর ধারা ৯(২) অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।

পিআইপিতে যোগদানের তারিখ থেকে ফারুক ওয়াসিফের নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।