এলিভেটেডে এক্সপ্রেসওয়েতে পিকআপভ্যান ভর্তি যাত্রী, বাধা দেওয়ায় টোলপ্লাজায় ভাঙচুর
রাজধানীর কুড়িলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় ভাঙচুর করেছে পিকআপভ্যান ভর্তি একদল যাত্রী। টোলপ্লাজার কর্মীদের সঙ্গে বাক্-বিতণ্ডার একপর্যায়ে তারা ভাঙচুর করেন। আজ বুধবার সকাল ৯টার পর এ ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, প্রায় ৩০ থেকে ৪০ জনকে নিয়ে একটি পিকআপভ্যান টোলপ্লাজায় দাঁড়িয়ে আছে। তাতের মধ্য থেকে পাঞ্জাবি পরা এক যুবক টোলপ্লাজার ব্যারিকেড বার ভেঙে ফেলছেন। সে সময় অন্যরা টোলপ্লাজার কর্মীদের সঙ্গে হাতাহাতি ও বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম আখতার সংবাদমাধ্যমকে বলেন, ‘কিছু লোকজন পিকআপভ্যানে যাচ্ছিল। আমরা তো এভাবে পিকআপভ্যান এলাউ করি না। মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা বা পিকআপভ্যানে এভাবে লোকজন এলাউ করা হয় না। টোলপ্লাজায় তাদেরকে এভাবেই বলা হয়েছে। সে সময় তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে তারা এমন ঘটনা ঘটান। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পরে পুলিশ এসে তাদের নিয়ে গেছে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
পিকআপভ্যানে কারা ছিলেন, তা জানাতে পারেননি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক।